কারেন্ট অ্যাফেয়ার্স ৮ ডিসেম্বর, ২০১৮

385
0
Current Affairs 8 December 2018

আন্তর্জাতিক

  • মঙ্গলগ্রহে বাতাস প্রবাহের শব্দ রেকর্ড করে পাঠাল নাসা প্রেরিত যান মার্স ইনসাইট। কম্পনের রেকর্ড থেকে জানা গেছে সেখানে হাওয়ার বেগ ঘণ্টায় ১৬ থেকে ২৪ কিমি।
  • ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে স্তব্ধ হয়ে গেল জনজীবন। প্রায় ৩১ হাজার জনতা বিক্ষোভে অংশ নিলেন। তাঁদের অভিযোগ, প্রশাসন কেবল উচ্চবিত্তদের কথাই ভাবছে।
  • ব্রাজিলের মিলাগ্রিস শহরে ডাকাতদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মৃত্যু হল ১৪ জনের। মধ্যরাতে এটিএম লুঠের চেষ্টা করেছিল ডাকাতরা। পুলিশ ঘটনাস্থলে চলে আসায় তারা একটি গাড়ি লুঠ করে ও ৬ জন নিরীহ যাত্রীকে হত্যা করে।

জাতীয়

  • তিন সুকিয়ার ডুমডুমা চা বাগানের ম্যানেজার নিযুক্ত হলেন মঞ্জু বড়ুয়া (৪৩)। অসমে বণিজ্যিকভাবে চা চাষ শুরু হওয়ার পর ১৮৮ বছরের ইতিহাসে তিনিই প্রথম মহিলা যিনি চা বাগানের ম্যানেজার হলেন। চা বাগানের প্রধান ম্যানেজারকে বাগানিয়া ভাষায় বলে বাবাসাহেব। শ্রমিকরা মঞ্জুকে ডাকছে বাবা ম্যাডাম বলে।
  • বিহারে পূর্ব চম্পারনের তেনুয়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জাতি অনুযায়ী আলাদা-আলাদা সেকশনে বসানো হচ্ছে। বিদ্যালয়ের দাবি, হিসাব রক্ষার সুবিধার জন্য এই ব্যবস্থা। ৩ দিনের মধ্যে এই ব্যবস্থা বদলানোর নির্দেশ দিল শিক্ষা দপ্তর।

খেলা

  • বিশ্বকাপ হকির গ্রুপ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ৫-১ গোলে হারাল কানাডাকে। এর ফলে ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে পোঁছল। এদিন বেলজিয়াম ৫-১ গোলে হারাল দক্ষিণ আফ্রিকাকে। ৪ দলের গ্রুপ সিতে ভারত পেল শীর্ষস্থান।
  • অ্যাডিলেড টেস্টে ২৩৫ রানে শেষ হল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ভারতের উইকেটে রক্ষক ঋষভ পন্থ টেস্টের এক ইনিংসে ৬টি ক্যাচ ধরে এম এস ধোনির রেকর্ড স্পর্শ করলেন। ভারত এদিন ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ১৫১ রান করল। ৩৪ রান করলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি টেস্ট ১০০০ রান পূর্ণ হল তাঁর। শচীন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ এবং রাহুল দ্রাবিড়ের পর চতুর্থ ভারতীয় হিসাবে তিনি এই নজির গড়লেন।
  • রঞ্জিতে মধ্যপ্রদেশের হয়ে খেলতে নেমে অভিষেক ম্যাচে ২৬৭ (অপরাজিত) রান করে বিশ্বরেকর্ড করলেন অজয় রোহেরা। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে এটি একটি রেকর্ড।
  • আই লিগে ইস্টবেঙ্গল ৩-১ গোলে হারাল গোকুলম এফসিকে।

বিবিধ

  • বৌদ্ধ সার্কিটে ট্রেন যাত্রার সূচনা হল। ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের এই ট্রেনটি বুদ্ধগয়া, রাজগির, নালন্দা, সারনাথ, লুম্বিনী, কুশিনগর, শ্রাবস্তী হয়ে আগ্রায় যাত্রা শেষ করবে। এর আগে রামায়ণ ও সুফি সার্কিটে ট্রেন চালানো হয়েছে।