কারেন্ট অ্যাফেয়ার্স ৮ মে ২০১৮

576
0
current-affairs-08052018-picture

জাতীয়

  • কেরল পাবলিক সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় পাশ করলেন পেশায় মালবাহক শ্রীনাথ কে। তিনি এর্নাকুলাম রেল স্টেশনে মালবাহকের কাজ করেন এবং সেখানকার ফ্রি ওয়াইফাই সংযোগ ব্যবহার করে প্রস্তুতি নি্তেন।

আন্তর্জাতিক

  • ইরানের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত জানালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ২০১৫ সালে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের সঙ্গে ৩ বছরের জন্য পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি সই করেছিল পরমাণু শক্তিধর ৬ দেশ– ব্রিটেন, রাশিয়া, জার্মানি, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। চুক্তি পুনর্নবীকরণ হওয়ার কথা ১২ মে। ট্রাম্পের দাবি, ওই চুক্তিতে একতরফা ভাবে কেবল ইরানেরই লাভ হয়েছে।
  • চিন সফরে গেলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন। মাত্র ৪০ দিনের ব্যবধানে তিনি দ্বিতীয় বার চিন সফরে গেলেন। ডালিয়ানে চিনের রাষ্ট্রপতি জি চিনফিংয়ের সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক হয়েছে বলে জানা গেছে।
  • মার্কিন রাষ্ট্রপতির কন্যা ইভাম্পা ট্রাম্প জেরুজালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধন করবেন বলে জানানো হল। গত ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইজরায়েলের মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরিত হবে।

খেলা

  • আগামী ৬ জুন বিশ্ব দৌড় দিবস হিসাবে পালনের জন্য পৃথিবীর ২৪টি শহরে ২৪টি এক মাইল দৌড়ের সিদ্ধান্ত জানাল আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশন। এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ২৪:১।
  • বেঙ্গালুরুতে ১৪ জুন আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম তথা একমাত্র টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। এদিন বিসিসিআই একথা জানাল।

বিবিধ

  • বিজয় মালিয়ার কাছে ভারতের ১৩টি ব্যাঙ্কের সম্মিলিত জোট ১০৫৪৩ কোটি টাকা বা ১১৪.৫ কোটি পাউন্ডের দাবি জানিয়ে ব্রিটিশ হাইকোর্ট যে মামলা করেছিল, তা ন্যায়সঙ্গত বলে মেনে নিল আদালত। কিংফিশার এয়ারলাইন্সকে দেওয়া ঋণ উদ্ধারে এই মামলা করা হয়েছিল।
  • প্রয়াত হলেন ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটক (৯১)। তিনি নাট্য আন্দোলনে তাঁর অভিজ্ঞতার কথা লিখেছিলেন ‘শিলং জেলের ডায়েরি’ গ্রন্থে। এছাড়াও ‘ঋত্বিক’, ‘পদ্মা থেকে তিতাস’ প্রভৃতি গ্রন্থও তিনি রচনা করেছিলেন।