কারেন্ট অ্যাফেয়ার্স ৯ জুলাই ২০২০

672
0

আন্তর্জাতিক

  • হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিল করল অস্ট্রেলিয়া৷ হংকংয়ের বাসিন্দাদের ভিসা বাড়ানোর ঘোষণাও করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন৷ এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও হংকংয়ের নাগরিকদের নাগরিকত্ব প্রদানের প্রস্তাব দিয়েছিলেন৷
  • ভারতীয় চ্যানেলগুলির প্রদর্শন বন্ধ করা হল নেপালে৷ সেখানে নেপাল বিরোধী সংবাদ পরিবেশন হচ্ছে বলে অভিযোগ৷ তবে ‘দূরদর্শন’-এর সম্প্রচার বন্ধ করা হয়নি৷
  • আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আমাডোউ গন কুলিবলির (৬১) জীবনাবসান হল৷ তিনি রাষ্ট্রপতি নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন৷
  • মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্র্যাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে পুড়িয়ে দেওয়া হল ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাঠের মূর্তি৷ স্লোভানিয়ার সেভনিকায় মেলানিয়ার নিজের শহরেই এই কাণ্ড ঘটেছে৷
  • ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারোর বিরুদ্ধে মামলা করার হুমকি দিল সেখানকার প্রেস অ্যাসোসিয়েশন৷ কোভিড ১৯-এ আক্রান্ত হয়েও তিনি মাস্ক না পরে সাংবাদিক বৈঠক করেছেন৷ এদিকে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১২২৮৮২২৫৷ প্রাণহানি হয়েছে ৫৫৪৬৪৬ জনের৷

 

জাতীয়

  • মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে গ্রেপ্তার করা হল উত্তরপ্রদেশের কুখ্যাত অপরাধী বিকাশ দুবেকে৷ যদিও এটি গ্রেপ্তার না আত্মসমর্পণ তা নিয়ে সংশয় রয়েছে৷ এদিনই কৃষ্ণনগর নামে একটি শহর থেকে বিকাশের স্ত্রী, পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ উত্তর প্রদেশে ২টি আলাদা স্থানে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বিকাশের ২ শাকরেদের৷ ২ জুলাই রাতে ৮ জন পুলিশ কর্মীকে হত্যা ছাড়াও ৬০টিরও বেশি মামলা রয়েছে দুবের নামে৷ তার জন্য ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল৷
  • দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৮৭৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ জীবনহানি হয়েছে ৪৮৭ জনের৷ দেশে মোট ৭৬৭২৯৬ জন আক্রান্ত হয়েছেন এবং মোট ২১১২২৯ জনের প্রাণহানি হয়েছে করোনায়৷ পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৮৮ জন আক্রান্ত হলেন৷ এরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ২৫৯১১ জন৷ করোনায় মোট প্রাণহানির হয়েছে ৮৫৪ জনের৷ কো-মর্বিডিটির কারণে প্রাণহানি হয়েছে ৮৫৪ জনের৷

 

 

বিবিধ

  • রেকর্ড গড়ল সোনার দাম৷ ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হল ৫১৫৬১ টাকা৷ গত ৩ জানুয়ারি তা ৪০৫১০ টাকা ছিল৷ বিশ্বজুড়েই সোনার দাম ঊর্ধ্বমুখী৷
  • গীতিকার, সঙ্গীত শিল্পী, নাট্যকার রঞ্জন ঘোষাল (৬১) প্রয়াত হলেন৷ বাংলার প্রথম রক ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’ –এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি৷

 

খেলা

  • সাউদাম্পটনে টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ২০৪ রানে৷ জেসন হোল্ডার ৬ উইকেট নিলেন৷ শ্যানন গ্যাব্রিয়েল নিলেন ৪ উইকেট৷
  • ২০২০ সালের এশিয়া কাপ বাতিল হয়ে গেল৷ এবছর এই প্রতিযোগিতার আয়োজক ছিল পাকিস্তান৷ সাধারণত এশিয়ার ৬টি দেশ অংশ নেয় এই প্রতিযোগিতায়৷ পরের বছর শ্রীলঙ্কার এই প্রতিযোগিতা আয়োজিত হওয়ার কথা৷

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল