আন্তর্জাতিক
- কারগার থেকে মুক্তি পেলেন ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি লুলা ডি সিলভা। ২০০৩-২০১০ সাল পর্যন্ত তিনি ছিলেন সে দেশের রাষ্ট্রপতি। দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে তাঁর ১২ বছরের কারাদণ্ড হয়। লুলার দাবি, সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আদালতের নির্দেশেই এদিন তিনি মুক্তি পেলেন।
- কর্তারপুর করিডরের উদ্বোধন হল। ভারতীয় অংশের উদ্বোধন করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাঞ্জাবের গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানকের সঙ্গে কর্তারপুরের দরবার সাহিব পর্যন্ত এই করিডরের দৈঘ্য ৪.৫ কিমি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন পুণ্যার্থীদের প্রথম দলটির সঙ্গে।
- বার্লিন প্রাচীর ভেঙে পূর্ব ও পশ্চিম জার্মানির এক হয়ে যাওয়ার ঘটনার ৩০ বছর পূর্ণ হল।
জাতীয়
- সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতভাবে অযোধ্যা মামলার রায় দিল। এই রায়ে বলা হল, অযোধ্যার বিতর্কিত ২.৭৭ জমি হিন্দুরাই পাবে। সেখানে মন্দির তৈরি হবে। এ জন্য তিন মাসের মধ্যে একটি ট্রাস্ট ও বোর্ড অব ট্রাস্টিজ গঠন করবে কেন্দ্রীয় সরকার। ১৫২৮ সালে সেখানে যে মসজিদ গড়ে উঠেছিল তা ইসলামিক নয় এমন ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়েছে। ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের রিপোর্ট থেকে তা জানা গেছে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর করসেবকদের হাতে বাবরি মসজিদ ধ্বংসের ক্ষতিপূরণ হিসাবে অযোধ্যায় বিতর্কিত এলাকার বাইরে মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সাংবিধানিক বেঞ্চের এই রায়ের ফলে ১৩৫ বছর ধরে চলা দেশের সব থেকে পুরনো জমি সংক্রান্ত মামলার নিষ্পত্তি হল বলে মনে করা হচ্ছে। তবে নজিরবিহীন ভাবে এই মামলার রায়ে বিচারপতিদের নাম রাখা হয়নি, স্বাক্ষর করা হয়নি।
- বঙ্গোপসাগরে ঘণীভূত অতি তীব্র ঘূর্ণি ঝড় বুলবুল আছড়ে পড়ল বকখালি, ফ্রেজারগঞ্জ, নামখানা অঞ্চলে। গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০-১৩৫ কিমি।
- মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই। এদিন বিধানসভার মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে একক বৃহত্তম দল হিসাবে বিজেপিকে সরকার গড়ার ডাক দিলেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি।
বিবিধ
- ব্রিটিনের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিকে ‘স্থিতিশীল’ থেকে কমিয়ে ‘নেতিবাচক’ করল মূল্যায়ন সংস্থা মুডিজ। অন্যদিকে চিনের মূল্যবৃদ্ধির হার গত অক্টোবর মাসে বেড়ে হল ৩.৮ শতাংশ যা ২০১২ সালের জানুয়ারি মাসের পর সব থেকে বেশি।
- বিএসএনএল-এ স্বেচ্ছাবসর প্রকল্পে ৪ দিনের মধ্যে ৬৩ হাজার কর্মী–আধিকারিক আবেদন জানালেন। সংস্থার কর্মী সংখ্যা ১.৬৫ লক্ষ। সংস্থার হিসাবে ১.০৪ লক্ষ কর্মী স্বেচ্ছাবসর আবেদনের যোগ্য।
খেলা
- অনূর্ধ্ব ১৭ ভারতের মহিলা ক্রিকেট দলের কোচ নিযুক্ত হলেন সুইডেনের থোমাস ডামারব।
- চিনা ওপেন ব্যাডমিন্টনের পুরুষদের ডাবলসে সেমিফাইনাল থেকেই বিদায় নিলেন ভারতের সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি।
- আইএসএল প্রতিযোগিতায় জামশেদপুরকে ৩-১ গোলে হারাল এটিকে। পরপর ৩ ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে উঠল তারা।