কারেন্ট অ্যাফেয়ার্স ৯ ফেব্রুয়ারি, ২০১৯

525
0
Current Affairs 9 Feb 2019

আন্তর্জাতিক

  • সৌদি আরবের যুবকরাই ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন গড়ে তুলেছিল। ‘রিয়াধের’ কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ গবেষণা করে এই তথ্য জানাল। তাদের দাবি, ইরান সমর্থিত হিজবুল্লা জঙ্গিরা সিরিয়ার রাষ্ট্রপতি বাসর আল আসদের সমর্থনে দাঁড়ালে সিরিয়ার সুন্নি বিদ্রোহীদের সমর্থনের জন্য সৌদি আরবের নাগরিকদের মধ্যে ৭৫৯ জন আইএস জঙ্গি সেই দলকে পুষ্ট করেছিল ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে।
  • রাজকুমারী উবোলরত্না নির্বাচনে লড়বেন না বলে দাবি করলেন থাইল্যান্ডের রাজা মহা বাজিরালঙ্গকর্ণ। যে ‘থাইরঙ্গা চার্ট পার্টি’ রাজ পরিবারের চূড়ান্ত বিরোধী এবং অভিজাতদের চক্ষুশূল তাদের হয়ে প্রধানমন্ত্রী পদের জন্য উবোলরত্নার নাম ঘোষিত হয়েছে।

জাতীয়

  • সংরক্ষরণের দাবি নিয়ে আবার শুরু হল গুজ্জর আন্দোলন। গুজ্জরদের জন্য উচ্চশিক্ষা ও চাকরিতে ৫ শতাংশ সংরক্ষণের দাবিতে রাজস্থানের সোয়াই মাধোপুরের কাছে রেল অবরোধ শুরু হল। বাতিল হল ২৩টি ট্রেন, যাত্রাপথ বদলাতে হল ২০টির।
  • উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে বিষ মদ খেয়ে অন্তত ৭০ জনের প্রাণহানি হল।
  • নদিয়ার কৃষ্ণগঞ্জের হাঁসখালির ফুলবাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের।

বিবিধ

  • আগরতলা বিমানবন্দর ত্রিপুরার প্রয়াত মহারাজা বীর বিক্রম মাণিক্যের নামে নামকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে কিশোর মাণিক্যের একটি মূর্তিরও আবরণ উন্মোচন করলেন তিনি।
  • মুম্বইয়ে ‘ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট’-এ বক্তব্য পেশের সময় কিছু প্রাসঙ্গিক প্রশ্ন তোলায় বাধা দেওয়া হল অভিনেতা তথা পরিচালক অমল পালেকরকে।

খেলা

  • ব্রাজিলের বিখ্যাত ফুটবল ক্লাব ফ্ল্যামেঙ্গোর ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র ‘নিনো দু উরুবু’-তে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল ১০ জন খুদে ফুটবলারের।
  • আইলিগে চার্চিল ব্রাদার্স–মোহনবাগান ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকল।
  • গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় ইরানকে ১-০ গোলে হারাল ভারতের মহিলা ফুটবল দল।