কাল থেকে জেক্সপো-ভোকলেট কাউন্সেলিং

564
0
Folafal Final New

কাল ১৪ জুন থেকে জেক্সপো, ভোকলেট ২০১৮-র কাউন্সেলিং শুরু হবে। ১৪ জুন ২০১৮ থেকে ২১ জুন ২০১৮ তারিখ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডিপার্টমেন্টের মাধ্যমে অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে।

প্রার্থীরা বিস্তারিত দেখে নিতে পারবেন এই লিঙ্কে– www.wbscte.co.in