কেএমডিএ-তে ১৫০ ইঞ্জিনিয়ার নিয়োগের বয়সসীমা বাড়ল

738
0
Folafal Final Pic

কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটির অধীন প্রকল্পে ১৫০ জন জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল) নিয়োগের যে খবর গত ১১ ফেব্রুয়ারি আপলোড করা হয়েছিল (https://jibikadishari.co.in/?p=9837), বয়সসীমা বাড়ানো হয়েছে এবং শূন্যপদের বিন্যাসেও কিছু পরিবর্তন করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এক সংশোধনী বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

সংশোধনী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। শূন্যপদের বিন্যাসের ক্ষেত্রেও কিছু পরিবর্তন করা হয়েছে সেগুলি হল: জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল): ১০০ (অসংরক্ষিত ৫১, তপশিলি জাতি ২৪, তপশিলি উপজাতি ৬, ওবিসি এ ৯, ওবিসি বি ৮, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী ২)। জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): ২৫ (অসংরক্ষিত ১৩, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, ওবিসি বি ৩, অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী ১)। জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ২৫ (অসংরক্ষিত ১৫, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, ওবিসি বি ২)। অন্যান্য সমস্ত তথ্য অপরিবর্তিত রয়েছে। এই সংশোধনী বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://wbshopsonline.in/msc_docu/emp_notice/corrigendum_msc_web_011_direct-ii_dated_15022019.pdf