কেন্দ্রীয় জলসম্পদ দপ্তরে ৫০ অ্যাসিঃ হাইড্রোলজিস্ট

910
0
UPSC Exam Calendar

কেন্দ্রের জলসম্পদ দপ্তরের সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডে ৫০ জন অ্যাসিস্ট্যান্ট হাইড্রোলজিস্ট নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০৩/২০১৯। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাস: অ্যাসিস্ট্যান্ট হাইড্রোলজিস্ট (ভ্যাকান্সি নম্বর ১৯০৪০৩০২২১৩): ৫০ (অসংরক্ষিত ২৫, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১২, ইডব্লুএস ৫)।

যোগ্যতা: জিওলজি/ অ্যাপ্লায়েড জিওলজি/ জিও এক্সপ্লোরেশন/ আর্থ সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানজেমেন্ট/ হাইড্রোজিওলজিতে মাস্টার অব সায়েন্স ডিগ্রি বা মাস্টার অব টেকনোলজি ইন ইঞ্জিনিয়ারিং জিওলজি। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২ মে ২০১৯-এর মধ্যে।

বয়সসীমা: ২ মে ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: সপ্তম সিপিসি পে ম্যাট্রিক্সে লেভেল ৮।

আবেদনের ফি: ২৫ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। এসবিআইয়ের যে-কোনো শাখায় ক্যাশে (পেইন স্লিপ ডাউনলোড করে)/ এসবিআই নেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: http://www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২ মে ২০১৯ রাত ২৩.৫৯ পর্যন্ত। অনলাইন সাবমিট করা আবেদনপত্রের প্রিন্টআউট নেওয়া যাবে ৩ মে ২০১৯ রাত ২৩.৫৯ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।