কেন্দ্রীয় পুলিশ বাহিনীগুলিতে কনস্টেবল/রাইফেলম্যান নিয়োগ পরীক্ষায় কে কত নম্বর পেলেন

733
0
NET, Net, Net Online Application

দিল্লি পুলিশ সহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে কনস্টেবল (জিডি) (সম রাইফেলসে রাইফেলম্যান) নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮ সালের পরীক্ষার পরিমার্জিত ফল প্রকাশিত হয়েছে গত ১২ সেপ্টেম্বর (জীবিকা দিশারীর খবর https://jibikadishari.co.in/?p=12815)।

এবার আপলোড করা হল পরীক্ষার্থীদের পাওয়া নম্বরও। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত তাঁরা প্রাপ্ত নম্বর দেখতে পাবেন রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে ঢুকে, রেজাল্ট/মার্কস লিঙ্কে ক্লিক করে।

এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/GD_2018_rev_marks_Upload_16092019.pdf