পরীক্ষা স্থগিত কেন্দ্রীয় পুলিশবাহিনীগুলিতে ১২২৩ সাব-ইনস্পেক্টর নিয়োগের

539
1

দিল্লি পুলিস ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনীগুলিতে সাব-ইনস্পেক্টর ও সিআইএসএফ-এ অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশনের যে পরীক্ষা (Recruitment to the post of Sub-Inspector in Delhi Police, CAPFs and Assistant Sub-Inspector in CISF Examination, 2018) আগামী ৪ জুন থেকে ১০ জুন তারিখে হবার কথা ছিল সেটি প্রশাসনিক কারণে স্থগিত রাখা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ঠিক হলে যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (http://ssc.nic.in/) জানিয়ে দেওয়া হবে, আমাদের এই পোর্টালেও জানিয়ে দেব। স্টাফ সিলেকশন কমিশনের অনলাইন দরখাস্ত গ্রহণের মূল খবরটি জীবিকা দিশারীর পোর্টালে বেরিয়েছিল গত ২৬ মার্চ তারিখে, এই লিঙ্কে: https://jibikadishari.co.in/?p=3951. স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা স্থগিতের বিষয়ে ২৯ মে ২০১৮ তারিখের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/Important%20Notice%20of%20SI-CPO-2018.pdf