কেন্দ্রীয় বিদ্যালয়ে কোচবিহারে পিজিটি, টিজিটি, প্রাইমারি টিচার ইত্যাদি নিয়োগ

1088
0
CTET Result, Central TET Result

কেন্দ্রীয় বিদ্যালয় কোচবিহারে ২০২০-২১ শিক্ষাবর্ষে আংশিক সময়ের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে।

যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল— পোস্ট গ্র্যাজুয়েট টিচার (সব বিষয়ে), ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (সব বিষয়ে), কম্পিউটার ইনস্ট্রাক্টর, প্রাইমারি টিচার, গেমস কোচ, কাউন্সেলর, নার্স, যোগা টিচার।

পোস্ট গ্র্যাজুয়েট টিচার (সব বিষয়ে), ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (সব বিষয়ে), কম্পিউটার ইনস্ট্রাক্টর পদের ইন্টারভিউ হবে আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ৮টা ৩০ মিনিটে, বাকি পদগুলির ইন্টারভিউ হবে আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টা ৩০ মিনিটে। ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। বিস্তারিত জানতে www.coochbehar-kvs.ac.in  ওয়েবসাইট দেখুন।