কেন্দ্রীয় বিদ্যালয়ে টিজিটি, পিআরটি, ক্লার্ক ইত্যাদি নিয়োগ পরীক্ষার কাট-অফ মার্কস

1114
0
kvs-picture

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (ইংলিশ, হিন্দি, সংস্কৃত, ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ) ও প্রাইমারি টিচার নিয়োগের (বিজ্ঞপ্তি নম্বর ১৪) কাট-অফ মার্কস প্রকাশিত হয়েছে। https://kvsangathan.nic.in/sites/default/files/hq/ANN%282%29-09-09-2019.pdf লিঙ্কে গিয়ে কাট-অফ মার্কস দেখা যাবে।

এছাড়াও হিন্দি ট্র্যান্সলেটর, অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার গ্রেড টু ও লোয়ার ডিভিশন ক্লার্ক (বিজ্ঞপ্তি নম্বর ১৩) নিয়োগের পরীক্ষার কাট-অফ মার্কসও প্রকাশিত হয়েছে, দেখা যাবে এই লিঙ্কে: https://kvsangathan.nic.in/sites/default/files/hq/ANN%281%29-09-09-2019.pdf