কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট নিয়োগের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯ সালের লিখিত পরীক্ষার ফল বেরোল। পরীক্ষা হয়েছিল গত ১৮ আগস্ট। সফল প্রার্থীরা শারীরিক মান (পিএসটি) ও শারীরিক সক্ষমতার পরীক্ষা (পিইটি) এগুলিতেও সফল হলে ডাক্তারি পরীক্ষায় বসতে পারবেন। বাহিনীগুলির এই নিয়োগ কর্মসূচির নোডাল অথরিটি হিসাবে সিআরপিএফ-এর পক্ষ থেকে প্রার্থীদের শারীরিক পরীক্ষার স্থান-কাল জানানো হবে যথাসময়ে। ইতিমধ্যে নিজেদের যোগাযোগের ঠিকানা বদল হয়ে থাকলে যোগাযোগ ত্বরান্বিত করার জন্য অবিলম্বে ফোন/ফ্যাক্স/ইমেল করে জানান সিআরপিএফের ডিআইজি (রিক্রুটমেন্ট)-কে (ফোন 011-26160255, ফ্যাক্স নং 011-26160250, ইমেল আইডি digrect@crpf.gov.in)। ইউপিএসসির সঙ্গেও চিঠি, ফ্যাক্স বা ইমেলে যোগাযোগ করে তা জানান। ফল ঘোষণার বিজ্ঞপ্তি সহ সফল প্রার্থীদের তালিকা দেখা যাবে এই লিঙ্কে: https://www.upsc.gov.in/sites/default/files/WR-CAPF-2019-NameList-Engl.pdf