কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে অ্যাসিঃ কম্যান্ড্যান্ট নিয়োগের লিখিত পরীক্ষার ফল

706
0
Folafal Final New

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট নিয়োগের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯ সালের লিখিত পরীক্ষার ফল বেরোল। পরীক্ষা হয়েছিল গত ১৮ আগস্ট। সফল প্রার্থীরা শারীরিক মান (পিএসটি) ও শারীরিক সক্ষমতার পরীক্ষা (পিইটি) এগুলিতেও সফল হলে ডাক্তারি পরীক্ষায় বসতে পারবেন। বাহিনীগুলির এই নিয়োগ কর্মসূচির নোডাল অথরিটি হিসাবে সিআরপিএফ-এর পক্ষ থেকে প্রার্থীদের শারীরিক পরীক্ষার স্থান-কাল জানানো হবে যথাসময়ে। ইতিমধ্যে নিজেদের যোগাযোগের ঠিকানা বদল হয়ে থাকলে যোগাযোগ ত্বরান্বিত করার জন্য অবিলম্বে ফোন/ফ্যাক্স/ইমেল করে জানান সিআরপিএফের ডিআইজি (রিক্রুটমেন্ট)-কে (ফোন 011-26160255, ফ্যাক্স নং 011-26160250, ইমেল আইডি digrect@crpf.gov.in)। ইউপিএসসির সঙ্গেও চিঠি, ফ্যাক্স বা ইমেলে যোগাযোগ করে তা জানান। ফল ঘোষণার বিজ্ঞপ্তি সহ সফল প্রার্থীদের তালিকা দেখা যাবে এই লিঙ্কে: https://www.upsc.gov.in/sites/default/files/WR-CAPF-2019-NameList-Engl.pdf