কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীগুলির ৫৮৩৭৩ কনস্টেবল নিয়োগ পরীক্ষা শেষ, ফল ৩১ মে

719
0
Folafal Final Pic

স্টাফ সিলেকশন কমিশন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীগুলির ৫৮,৩৭৩ কনস্টেবল (জেনারেল ডিউটি) নিয়োগের জন্য ২০১৮ সালের পরীক্ষা নিয়েছে গত ১১ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত মোট ১৮ দিনে, প্রতিদিন ৩ শিফট করে মোট ৫৪ শিফটে।

মোট আবেদনকারী ছিলেন ৫২,২০,৩৩৫ জন।

পরীক্ষা দিয়েছেন ৩০,৪১,২৮৩ জন, মোট প্রায় ৫৮.২৬%।

৩১টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ১২৫টি শহরে ২৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা হয়েছে।

এই পরীক্ষার ফল আগামী ৩১ মে বেরোবে বলে আশা করা হচ্ছে।

কমিশনের ১১ মার্চের এই ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Important%20Update_CTGD_2018_11.03.2018%20(1).pdf