কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীগুলিতে এসআই/এএসআই নিয়োগের ফলাফলের তালিকায় পরিবর্তন

814
0

দিল্লি পুলিশ সহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে সাব-ইনস্পেক্টর (সিআইএসএফে অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর) নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশনের ২০১৭ সালের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে গত ৩১ অক্টোবর (জীবিকা দিশারীর খবর https://jibikadishari.co.in/?p=8412)।

কিন্তু ৩ নভেম্বরের এক “রিভাইজড রেজাল্ট” বিজ্ঞপ্তিতে (F.No. 8/07/2017-C1/2) কমিশন জানায়, প্রকাশিত ওই তালিকায় কিছু বদল ঘটাতে হয়েছে, যার ফলে আগে তালিকায় ছিল না এমন ৬৩ জন নতুন যোগ হয়েছে এবং আগের তালিকার ৬১ জন আর চূড়ান্ত সফল বলে গণ্য হবেন না। প্রা

ক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষণের হিসাবে কিছু অসামঞ্জসের অভিযোগ আসার কারণে পুরো তালিকা পর্যালোচনা করে এই রদ-বদল ঘটানাতে হয়েছে।

একই কারণে কিছু-কিছু ক্ষেত্রে বাহিনীগত বণ্টনও ঘাটাতে হয়েছে। ক্যা

টেগরি ভিত্তিক নতুন কাট-অফ মার্কস, বাহিনীবণ্টন ও প্রাসঙ্গিক ব্যাখ্যা-বিশ্লেষণ সহ এই রদ-বদল সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/revised_result_sicpo2017_03112018.pdf

সফল প্রার্থীদের পরিবর্তিত নতুন তালিকা সহ ওপরের বিজ্ঞপ্তির লিঙ্ক পাবেন এই ওয়েবপেজেও: https://ssc.nic.in/Portal/Results