কেন্দ্রের কয়েক হাজার মাধ্যমিক মাল্টি টাস্টিং স্টাফ নিয়োগ

953
0
SSC, Central Staff Selection Commission, SSC Exam

সারা দেশে ও দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও অফিসগুলিতে কয়েকহাজার গ্রুপ-‘সি’ মাল্টি টাস্কিং স্টাফ (নন-টেকনিক্যাল) নিয়োগ করা হবে, স্টাফ সিলেকশন কমিশনের মাল্টি টাস্কিং স্টাফ এগজামিনেশন ২০১৯-র মাধ্যমে। বিজ্ঞপ্তি নং F.No- 3-3/2019-P&P-I (Vol-1). ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিকুলেশন বা সমতুল। বয়সসীমা, শূন্যপদ, পরীক্ষা পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত বিষয় সম্পর্কে আগামী ২২ এপ্রিল থেকে http://ssc.nic.in ওয়েবসাইটে জানা যাবে, আমরাও আমাদের পোর্টালে বিস্তারিত জানিয়ে দেব।