কোচবিহার জেলা আদালতে গ্রুপ-সি ও ডি-র নানাপদে নিয়োগ পরীক্ষার ফল

703
0
NET, Net, Net Online Application

কোচবিহার জেলা জজের আদালতে গ্রেড-৩ ও গ্রুপ-ডির বিভিন্ন পদে নিয়োগের জন্য গত ২২ সেপ্টেম্বর আয়োজিত লিখিত পরীক্ষায় যাঁরা সফল হয়ে পরবর্তী ধাপের পরীক্ষা/ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হয়েছেন তাঁদের মেধাতালিকা ও পরবর্তী ধাপের পরীক্ষা/ইন্টারভিউয়ের স্থান-কাল প্রকাশিত হয়েছে। স্টেনো গ্রেড-৩ পদের পার্সোন্যালিটি টেস্ট/ইন্টারভিউ হবে আগামী ৩১ জানুয়ারি, প্রসেস সার্ভার পদের পার্সোন্যালিটি টেস্ট/ইন্টারভিউ ২৭ জানুয়ারি, নাইটগার্ড পদের পার্সোন্যালিটি টেস্ট/ইন্টারভিউ ২৭ জানুয়ারি, কর্মবন্ধু পদের পার্সোন্যালিটি টেস্ট/ইন্টারভিউ ৩০ জানুয়ারি, এলডিএ পদের পার্ট-২ পরীক্ষা হবে আগামী ৯ ফেব্রুয়ারি।

বিভিন্ন পদের লিখিত পরীক্ষার মেধাতালিকা দেখা যাবে এই লিঙ্কে: https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2526

ফলপ্রকাশের এই বিজ্ঞপ্তি ও ফল দেখা যাবে এই লিঙ্কে: https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2524