কোচবিহার জেলা আদালতে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের পরীক্ষা

980
0
WEJEE 2024 Registration

কোচবিহার জেলা জজের অধীনে ইংরেজি স্টেনো, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, প্রসেস সার্ভার, নাইট গার্ড ও কর্মবন্ধু নিয়োগের জন্য পরীক্ষা হবে আগামী ২২ সেপ্টেম্বর। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ৭ সেপ্টেম্বর থেকে, আদালতের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে (https://cbdcjobs.net)। ওই ডাউনলোড করা অ্যাডমিট কার্ডের প্রিন্ট-আউট নিয়ে তাই ব্যবহার করতে হবে। এই বিজ্ঞপ্তি (No. 1931/E., Dated, Cooch Behar, the 28th August, 2OI9) দেখা যাবে এই লিঙ্কে: https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2319