গেট-২০১৯-এর প্রশ্নপত্র সহ আন্সার-কি প্রকাশিত হল

727
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (গেট) ২০১৯ যাঁরা দিয়েছেন বা দেননি, দেখে নিতে পারেন প্রশ্নপত্র ও আন্সার-কি।

২৪টি বিষয়ের ২৬ পেপারের প্রশ্ন-উত্তর দেখে নিতে পারেন এই লিঙ্কের থেকে: http://gate.iitm.ac.in/Anskey19

অ্যাপ্টিটিউড টেস্ট হয়েছিল ২ ও ৩ ফেব্রুয়ারি এবং ৯ ও ১০ ফেব্রুয়ারি।

পরীক্ষার ফল বেরনোর কথা ১৬ মার্চ, স্কোরকার্ড পাওয়া যাবে ২০ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত।

কাউন্সেলিং শুরু এপ্রিলের প্রথম সপ্তাহে।