গ্ৰুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের নকল ওয়েবসাইট হতে সাবধান

1364
1

রাজ্যে ৬০০০ গ্ৰুপ ডি পদে নিয়োগের জন্য একাধিক নকল ওয়েবসাইট তৈরি হয়েছে। রাজ্য সরকারের গ্ৰুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের আসল ও একমাত্র ওয়েবসাইট হল http://www.wbgdrb.in/। কিন্তু কিছুদিনের মধ্যে এই ওয়েবসাইটকে নকল করে বেশ কিছু ওয়েবসাইট তৈরি হয়েছে। ইতিমধ্যে একটি ওয়েবসাইট নিয়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জমা পড়ে। http://www.wbgdrb.org/ এই  ইউআরএল  দিয়ে একটি ওয়েবসাইট তৈরি হয়েছিল। সেটি সাইবার ক্রাইম বিভাগের উদ্যোগে বন্ধ করা হয়।

আরও একটি নকল ওয়েবসাইট  তৈরি হয়। সেটির ইউআরএল http://www.wbgdrb.co.in/। এটিও নকল ওয়েবসাইট। সবথেকে উল্লেখযোগ্য বিষয়, ওয়েবসাইটটি আসল ওয়েবসাইটের হুবহু নকল করা হয়েছে। অর্থাৎ কেউ ভুল করে এই নকল ওয়েবসাইটে ঢুকে গেলে বোঝার উপায় নেই।  তাই প্রার্থীদের সাবধানতার জন্য জানিয়ে দেওয়া হচ্ছে, রিক্রুটমেন্ট সংক্রান্ত কোনো খবর নেওয়ার জন্য কোনোভাবেই যেন কোনো নকল ওয়েবসাইট ব্যবহার না করা হয়।

পশ্চিম বঙ্গ গ্ৰুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের আসল ওয়েবসাইট: http://www.wbgdrb.in/