চালু হল এসএসসির নতুন ওয়েবসাইট, শুরু ৫৪,৯৫৩ কনস্টেবল পদের আবেদনও

729
2

স্টাফ সিলেকশন কমিশনের নতুন ওয়েবসাইট চালু হয়ে গেছে। পুরোনো ওয়েবসাইটও অবশ্য একইসঙ্গে চালু থাকবে যথারীতি। নতুন ওয়েবসাইটে প্রার্থীরা আজ ২১ জুলাই থেকেই কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীগুলিতে ৫৪,৯৫৩ কনস্টেবল (জেনারেল ডিউটি) ও রাইফেলম্যান পদের জন্য (https://jibikadishari.co.in/?p=6582) এককালীন রেজিস্ট্রেশন ও অনলাইন আবেদন করতে পারবেন। এসএসসির এক বিজ্ঞপ্তিতে নতুন ওয়েবসাইট চালু হওয়ার কথা জানানো হয়েছে (http://164.100.68.49/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_New%20Website_20.07.2018.pdf)। প্রসঙ্গত, আমরা গত ৭ জুন জানিয়েছিলাম (https://jibikadishari.co.in/?p=5533), এসএসসি একটি নতুন ওয়েবসাইট চালু করছেন। গতকাল তার উদ্বোধন হল (নতুন চেহারায় http://ssc.nic.in/)।