জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরের স্কুলে চাকরি

651
0

জলপাইগুড়ির স্কুলে চাকরি

ডেপুটেশন ভ্যাকান্সিতে দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) ম্যাথমেটিক্সে অনার্স/ পোস্ট গ্র্যাজুয়েট অসংরক্ষিত (৩০ জুন ২০২০ পর্যন্ত)। ২) বিএসসি (বায়োসায়েন্স) অসংরক্ষিত (৬ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত)। দুক্ষেত্রেই বিএড থাকলে অগ্রাধিকার। প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও দুসেট জেরক্স সহ ১৩ জুলাই ২০১৯ তারিখে সকাল ১০টায় সরাসরি উপস্থিত হতে হবে ‘Baradighi High School (HS), PO Baradighi, Dt Jalpaiguri, Pin 735230’ ঠিকানায়।

 

দক্ষিণ দিনাজপুরের স্কুলে চাকরি

৩০ জুন ২০২০ পর্যন্ত শর্ট টার্ম ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিএসসি (অনার্স) বিএড অসংরক্ষিত ইসি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট প্রত্যয়িত জেরক্স সহ ১৫ জুলাই ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President, Sukdevpur S.C. High School, PO Sukdevpur, Dt D/Dinajpur, Pin 733124.