জলপাইগুড়ি, মালদা ও উত্তর দিনাজপুরের ৩ স্কুলে চাকরি

618
0
Teacher Recruitment

জলপাইগুড়ির স্কুলে চাকরি

ডেপুটেশন ভ্যাকান্সিতে বাংলা এমএ ওবিসি এ মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। বিএড থাকলে অগ্রাধিকার। প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট জেরক্স সহ ১২ সেপ্টেম্বর ২০১৮ সকাল ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে আবেদন করতে হবে। ইন্টারভিউ হবে ১৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে। যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সহ সরাসরি উপস্থিত হতে হবে Dhupguri Girls’ High School (XIII), Ghosh Para, Dhupguri, Pin-735210 ঠিকানায়।

মালদার স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে বাংলা সহ বিএ পাস বিএড ওবিসি এ অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Mirjatpur N. B. Vidyapith, Vill+PO Mirjatpur, Malda- 732204.

উত্তর দিনাজপুরের স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) বাংলায় অনার্স/ পোস্ট গ্র্যাজুয়েট অসংরক্ষিত। কম্বিনেশনে জিওগ্রাফি সহ বিএ পাস ওবিসি এ। দুক্ষেত্রেই ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Toryal High School ((HS), At+PO Toryal, Dt Uttar Dinajpur, Pin-733208.