জলপাইগুড়িতে সোশ্যাল ওয়ার্কার, নার্স, আয়া, চৌকিদার

1221
0
Jalpaiguri Jobs, Govt Jobs in West Bengal,

জলপাইগুড়ি জেলায় চাইল্ড প্রোটেকশন স্কিমের জন্য একাধিক পদে চুক্তির ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর 209, Date  06/03/2020.

শূন্যপদ — ম্যানেজার / কো – অর্ডিনেটর ১ (অসংরক্ষিত), সোশ্যাল ওয়ার্কার (মহিলা) ১ (অসংরক্ষিত), নার্স ১ (অসংরক্ষিত), ডাক্তার ১ (অসংরক্ষিত), আয়া ৬ (অসংরক্ষিত ৩, এসসি ১, এসটি ১, ওবিসি-এ ১), চৌকিদার ১ (অসংরক্ষিত)।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা —

ম্যানেজার / কো – অর্ডিনেটর: সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক-এ পোস্ট গ্র্যাজুয়েট ও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অপারেশনে ডিপ্লোমা। চাইল্ড ওয়েলফেয়ারের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।  ৬ মার্চ, ২০২০ অনুযায়ী বয়স হতে হবে ২৩ থেকে ৪০।

সোশ্যাল ওয়ার্কার: সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক-এ গ্র্যাজুয়েট। ৬ মার্চ, ২০২০ অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে ৪০। মাস্টার ডিগ্রি থাকলে অগ্রাধিকার।

নার্স: উচ্চমাধ্যমিক বা সমতুল। নার্সিং বা জিএনএম নিয়ে ডিপ্লোমা থাকতে হবে। অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৬ মার্চ, ২০২০ অনুযায়ী বয়সসীমা ২৩ থেকে ৪০।

ডাক্তার: এমবিবিএস। পেডিঅ্যাট্রিক্স নিয়ে ডিএনবি থাকলে অগ্রাধিকার। ৬ মার্চ, ২০২০ অনুযায়ী বয়স ২৪ থেকে ৪০।

আয়া: মাধ্যমিক বা সমতুল। গৃহবধূদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই হবে। ৬ মার্চ, ২০২০ অনুযায়ী বয়সসীমা ২১ থেকে ৫০।

চৌকিদার: অষ্টম শ্রেণি উত্তীর্ণ। ৬ মার্চ, ২০২০ অনুযায়ী বয়সসীমা ২১ থেকে ৪০।

আবেদন — ২৭ মার্চ, ২০২০-র মধ্যে আবেদন পাঠাতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। একজন একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদনের লিঙ্ক: http://www.nregajalpaiguri.com/online_rec_jpg/

বিজ্ঞতির লিঙ্ক: http://www.nregajalpaiguri.com/online_rec_jpg/dcpu_209_06_03_2020.pdf