১) কোন বিজ্ঞানী প্রথম পারমানবিক ভরের ধারণা দেন?
– বিজ্ঞানী জন ডাল্টন।
২) আইসোটোন কী সমান থাকে?
– নিউট্রন
৩) জিনের রাসায়নিক গঠন উপাদানকে কী বলে?
– ডিএনএ
৪) আল্ট্রাসনোগ্রাফি কী?
– ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং পদ্ধতি।
৫) ভাইরাস আদতে কী?
– একটি অকোষীয় জীব।
৬) এসআই পদ্ধতিতে তাপের একক কী?
– জুল
৭) কোন রং আলোর সব রং প্রতিফলিত করে?
– সাদা
৮) রক্তে লোহিত কণিকার কাজ কী?
– অক্সিজেন বহন করা।
৯) ভিটামিন ‘এ’-র অভাবে কোন রোগ হয়?
– রাতকানা
১০) সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেমিতে কত?
– ১০ নিউটন।
১১) ১৯৬৬ সালে পাঞ্জাবকে ভাগ করে কোন দুটি রাজ্য তৈরি হয়?
– পাঞ্জাব ও হরিয়ানা
১২) কোন দেশকে “চিনির ভাণ্ডার” বলা হয়?
– কিউবা
১৩) “দ্য থিওরি অব এভ্রিথিং” কোন বিজ্ঞানীর বায়োপিক?
– স্টিফেন হকিং।
১৪) কোন দ্রাঘিমারেখা ভারতের প্রমাণ সময়কে (IST) নির্দেশ করছে?
– পূর্ব দ্রাঘিমা।
১৫) ভারতের সবথেকে জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি?
– ২০১১ জনগণনা অনুসারে বিহার।
১৬) নামচাবারওয়া কোন পর্বতশ্রেণির সর্বোচ্চ শৃঙ্গ?
– হিমাদ্রি।
১৭) সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়?
– মানস সরোবরের নিকটবর্তী সিন্-কা-বাব নামক জলাধার থেকে।
১৮) হর্ষবর্ধন দাক্ষিণাত্যের কোন রাজার কাছে পরাজিত হয়েছিলেন?
– চালুক্যরাজ দ্বিতীয় পুলোকেশী।
১৯) মিহিরকুল কে ছিলেন?
– একজন হূণ নেতা।
২০) ফা-হিয়েন কোন রাজার রাজত্বকালে ভারতে আসেন?
– গুপ্তসম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
GK, General Knowledge