জেনারেল নলেজ : রেল, ব্যাঙ্ক, এসএসসি সহ একাধিক পরীক্ষার প্রস্তুতির জন্য

2431
0
General Knowledge, Exam Preparation

ONE  LINER  GK  PART  III

 

  1. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রধান স্থান কোথায়?

পাতার মেসোফিল কলার কোষ

 

  1. রক্তে লোহিত কণিকা, শ্বেত কণিকা ও অণুচক্রিকার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে কী বলে?

যথাক্রমে পলিসাইথমিয়া, লিউকোসাইটোসিস, থ্রম্বোসাইটোসিস

 

  1. রক্তকণিকা সৃষ্টিকারী কলাকে কী বলে?

হিমোপোয়েটিক

 

  1. মানুষের শরীরে কোষে ক্রোমোজোমের সংখ্যা কয়টি?

৪৬টি

 

  1. চাপ দেওয়ার ফলে দুটি বরফ টুকরো জুড়ে যাওয়ার কারণ?

পুনঃশিলীভবন

 

  1. ধাতু খোদাইয়ের কাজে কোন অ্যাসিড ব্যবহৃত হয়?

নাইট্রিক অ্যাসিড

 

  1. বিদ্যুৎ তরঙ্গ পরিমাপ করা হয় কিসের সাহায্যে?

গ্যালভানোমিটার

 

  1. আণবিক তত্ত্বের জনক কে?

ডেমোক্রিটাস

 

  1. হৃৎপিণ্ডের ডান অলিন্দ-নিলয় ছিদ্রে কোন কপাটিকা থাকে?

ট্রাইকাসপিড

 

  1. কোন ভারতীয় বিজ্ঞানী পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন?

সি ভি রমন

 

  1. কোন রশ্মির তরঙ্গদৈর্ঘ সবথেকে বেশি?

ইনফ্রারেড রশ্মি

 

  1. বাতাসের ওজন নেই, এই তত্ত্ব কোন বিজ্ঞানী প্রমাণ করেন?

ভলতেয়ার

 

  1. একটি শিশুর শরীরে হারের সংখ্যা কয়টি?

৩৫০টি

 

  1. কিসের অভাবে রিকেট রোগ হয়?

ক্যালশিয়াম

 

  1. রেফ্রিজারেটর কে আবিষ্কার করেন?

জে পারফিন্স

 

  1. প্রথম শ্রেণির লিভারে আলম্ব বিন্দুর অবস্থান কোথায়?

ভার ও প্রযুক্ত বলের মাঝে।

 

  1. মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কী?

হাইপোথ্যালামাস

 

  1. বুলেট প্রুফ জিনিস তৈরির জন্য কোন পলিমার ব্যবহার হয়?

পলিইথিলিন

 

  1. গোবর গ্যাসে কোন গ্যাস থাকে?

মিথেন

 

  1. কেলভিন স্কেল অনুযায়ী মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত?

৩১০ কেলভিন

 

 

 

General Knowledge, Exam Preparation