জোকা ইএসআইসিতে ৮ জুনিয়র রেসিডেন্ট নিয়োগ

1408
0
medical officer recruitment
Doctor in front of a bright background

জোকা ইএসআইসিতে জুনিয়র রেসিডেন্ট পদে চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর ১৫, ২০২০।

জুনিয়র রেসিডেন্ট অ্যানাস্থেশিয়া ১ (ওবিসি), পেডিঅ্যাট্রিক্স ১ (অসংরক্ষিত), চেস্ট মেডিসিন ১ (অসংরক্ষিত), ডার্মেটোলোজি ১ (অসংরক্ষিত), জেনারেল সার্জারি ১ (অসংরক্ষিত), অর্থোপেডিক্স ২ (ওবিসি, ইডব্লিউএস), ইএনটি ১।

যোগ্যতা: এমসিআই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি, পিজি যোগ্যতা থাকলে অগ্রাধিকার। এমসিআই বা স্টেট্ এমসি রেজিস্ট্রেশন থাকতে হবে। বন্ড ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে।

বয়স: সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।

নিয়োগ প্রক্রিয়া: নিয়োগের জন্য সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউ হবে। অ্যানাস্থেশিয়া, চেস্ট মেডিসিন, ইএনটি প্রার্থীদের আগামী ২১ জুলাই, পেডিঅ্যাট্রিক্স, জেনারেল সার্জারি প্রার্থীদের আগামী ২২ জুলাই ও ডার্মেটোলোজি, অর্থোপেডিক্স  প্রার্থীদের আগামী ২৪ জুলাই ইন্টারভিউ গ্রহণ করা হবে। প্রার্থীদের সকাল নটার মধ্যে রিপোর্ট করতে হবে।

ইন্টারভিউ স্থল: Administrative Block of ESIC PGIMSR, ESIC MEDICAL COLLEGE and ESIC HOSPITAL, Joka. Kolkata-700104

আবেদনপত্রের ফর্মের নমুনা ও ভেরিফিকেশন স্লিপ ফরম্যাট ডাউনলোডের লিঙ্ক: https://www.esic.nic.in/attachments/recruitmentfile/f42e4123bfba43f6efb9c179b1e10f4d.pdf

 

 

 

 

 

ESIC Recruitment, Health Recruitment, Govt Job in West Bengal,