ঝাড়গ্রাম, মালদা ও উত্তর ২৪ পরগনার ৩ স্কুলে চাকরি

594
0
Jela School Recruit

ঝাড়গ্রামের স্কুলে চাকরি

অস্থায়ী ও স্থায়ী ভিত্তিতে মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। অস্থায়ী ভ্যাকান্সি: ১) ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে বিএসসি বায়ো সায়েন্স (পাস) বিএড ওবিসি বি। ২) ৮ মে ২০১৯ তারিখ পর্যন্ত মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে সংস্কৃতে পেস্ট গ্র্যাজুয়েট বিএড অসংরক্ষিত।

স্থায়ী ভ্যাকান্সি: ১) ম্যাথমেটিক্সে পোস্ট গ্র্যাজুয়েট বিএড অসংরক্ষিত। ২) কেমিস্ট্রিতে পোস্ট গ্র্যাজুয়েট বিএড ওবিসি এ ক্যাটেগরি। ৩) বিএসসি (পাস) পিওর সায়েন্স বিএড ওবিসি এ ক্যাটেগরি।

সবক্ষেত্রেই ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ৩০০ টাকা আবেদনের ফি দিতে হবে, ডিমান্ড ড্রাফট প্রদেয় হবে ইউবিআই, ঝাড়গ্রাম-এ। যাবতীয় প্রমাণপত্রাদি ও ডিমান্ড ড্রাফট সহ আবেদন করতে হবে এই ঠিকানায়: The Secretary, Sri Ramakrishna Sarada Peeth Girls’ High School (HS), PO & Dist Jhargram, Pin 721507.  যাবতীয় প্রমাণপত্র ও ডিমান্ড ড্রাফট অস্থায়ী শিক্ষকদের ক্ষেত্রে ২০ জানুয়ারি ২০১৯ এবং স্থায়ী শিক্ষকদের ক্ষেত্রে ২৫ জানুয়ারি ২০১৯ তারিখের মধ্যে পৌঁছতে হবে।

মালদার স্কুলে চাকরি

১০ মে ২০১৯ তারিখ পর্যন্ত মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে বিএ (ইংলিশ) বিএড তপশিলি জাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২০ জানুয়ারি ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Head Master, Paschim Narayanpur High School (HS), PO Janakiramtola, Dist Malda, Pin 732202.

উত্তর ২৪ পরগনার স্কুলে চাকরি

১৭ মে ২০১৯ তারিখ পর্যন্ত মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে এডুকেশন (অনার্স/ পিজি) বিএড অসংরক্ষিত অস্থায়ী শিক্ষক/ শিক্ষিকা চাই। যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত জেরক্স সহ ১৯ জানুয়ারি ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সভাপতি/ সম্পাদক, বেড়ী গোপালপুর আদর্শ বিদ্যালয় (উঃমাঃ), বেড়ী, রামনগর, থানা গাইঘাটা, উত্তর ২৪ পরগনা, পিন ৭৪৩২৭৩। মোবাইল নম্বর: ৯৮৩১৩৩০০৭২, ৯৭৩২৫৪৯৮৩০।