টেট মামলাকারীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ৭ নভেম্বর

838
0
DPS Recruitment 2024

টেট সংক্রান্ত প্রতিভা মণ্ডল বনাম রাষ্ট্র এবং গণ মামলার ফলে যাঁরা প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগের জন্য গত ২২ অক্টোবরের বিজ্ঞপ্তির উত্তরে ২৯ অক্টোবরের মধ্যে অনলাইন আবেদন করেছেন তাঁদের ভাইভা ভোসি/ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টে অবতীর্ণ হবার যোগ্যতা নির্ণয়ের জন্য প্রাসঙ্গিক প্রমাণপত্রাদি যাচাইয়ের তারিখ ঘোষণা করল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে (No. 2106/BPE/2016, Dated: 01.11.2019) সেই আবেদনকারীদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের তারিখ ঘোষণা করে দেওয়া হল। ভেরিফিকেশন হবে ৭ নভেম্বর, ২০১৯ বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ভেরিফিকেশন স্থল: “Kolkata Primary School Council, Siksha Bhavan, 27A, Bosepukur Road, Kolkata-700042 (Beside Kasba Police Station)।

ওইদিন ভেরিফিকেশনের জন্য সঙ্গে নিয়ে যেতে হবে যাবতীয় প্রাসঙ্গিক প্রমাণপত্রের মূল ও দুটি করে স্বপ্রত্যয়িত জেরক্স। তাছাড়া দুটি পাসপোর্ট মাপের স্বপ্রত্যয়িত ফটো। প্রাসঙ্গিক প্রমাণপত্র সমূহের তালিকা দেখা যাবে নিচের লিঙ্কে আপলোড করা বিজ্ঞপ্তিতে।

ভেরিফিকেশন সংক্রান্ত এই বিজ্ঞপ্তির লিঙ্ক: http://www.wbbpe.org/WBBPE_NOTICE/notice01112019.pdf

 

 

 

Primary, Primary TET Question,