ফলাফল ডব্লুবিসিএস (গ্রুপ ডি) বর্ধিত বয়সসীমায় আবেদনের তারিখ বাড়ল By dishari - December 6, 2017 837 0 রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের ডব্লুবিসিএস পরীক্ষার গ্রুপ ডি পদের জন্য বয়সসীমা ৩৯ করায় এই গ্রুপের পদের ক্ষেত্রে অনলাইন আবেদনের তারিখ বাড়িয়ে করা হয়েছে ১১ ডিসেম্বর। পূর্বঘোষিত ৩ ডিসেম্বর, ২০১৭-এর জায়গায় অনলাইন-এ আবেদন করা যাবে ১১ তারিখ পর্যন্ত।