ডব্লুবিসিএস ২০১৮ প্রিলিমিনারি ফল বেরোল

805
0
Folafal Final Pic

প্রকাশিত হল ডব্লুবিসিএস 2018 প্রিলিমিনারি পরীক্ষার ফল। মেইন পরীক্ষার জন্য সফল হয়েছেন মোট 11036 জন। মেইন পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী 17 আগস্ট, 2018। মেইন পরীক্ষার বিস্তারিত তারিখ পরে ওয়েবসাইটে আপলোড করা হবে। প্রার্থীদের রোল নম্বরের তালিকা ও ক্যাটেগরি অনুযায়ী কাট অফ মার্কস ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে।

ক্যাটেগরি অনুযায়ী কাটঅফ মার্ক (Cut Off Mark)

সফল ১১০৩৬ জন প্রার্থীর রোলনম্বরের তালিকা দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করলে: WBCS Result

অথবা

https://www.pscwbonline.gov.in/docs/2558093