মাধ্যমিক যোগ্যতায় ডাক বিভাগে ২৪২ এমটিএস পশ্চিমবঙ্গে

1584
0
Remove term: WB Postal Circle WB Postal CircleRemove term: WB Postman Mailguard WB Postman Mailguard

ডাক বিভাগ পশ্চিম বঙ্গের বিভিন্ন পোস্টাল/আরএমএস ডিভিশনে ২৪২ জন মাধ্যমিক পাশ মাল্টিটাস্কিং স্টাফ (এমটিএস) নেবে (বিজ্ঞপ্তির ফাইল নম্বর  Rectt / R-46/DR/2014, Dated at Kolkata, the 5th September, 2018)। মূল বেতন ১৮০০০-২৯৭০০ টাকা, অন্যান্য ভাতাও আছে।

যোগ্যতা, বয়স: আবেদনের জন্য অন্তত দশম শ্রেণি/সমতুল পাশ সহ আঞ্চলিক ভাষাও জানা থাকা দরকার, অন্তত মাধ্যমিক স্তর পর্যন্ত। ৪ অক্টোবর ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছর। সংরক্ষিত পদের ক্ষেত্রে নিয়মানুযায়ী বয়সের ছাড় আছে।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। মাধ্যমিক স্তরের প্রশ্নপত্র হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষায় থাকবে জেনারেল নলেজ (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), ম্যাথমেটিক্স (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), ইংলিশ (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), রিজিওনাল ল্যাঙ্গুয়েজ (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর)। সময় ১২০ মিনিট।

আবেদনের ফি ও পরীক্ষার ফি: ১০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বাড়তি ২০ টাকা দিতে হবে। এছাড়া আছে পরীক্ষার ফি ৪০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের পরীক্ষার ফি দিতে হবে না। পোস্ট অফিসে ই-পেমেন্টের মাধ্যমে ফি দিতে হবে। ই-পেমেন্ট পোস্ট অফিস সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

আবেদনের পদ্ধতি: http://cpmgwbrecruit.in/recmtssep18 লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি, মাপ হতে হবে ২০-৫০ কেবির মধ্যে। স্বাক্ষরের মাপ হতে হবে ২০ কেবির মধ্যে। ছবি ও স্বাক্ষর জেপিজি ফরম্যাটে স্ক্যান করতে হবে। অনলাইন আবেদন করার সময় ছবি ও স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৪ অক্টোবর ২০১৮ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত।

পরীক্ষাকেন্দ্রের কোড: কলকাতা (০০১), শিলিগুড়ি  (০০২), গ্যাংটক (০০৩), পোর্টব্লেয়ার (০০৪), মেদিনীপুর (০০৫), হাওড়া (০০৬), বর্ধমান (০০৭), বহরমপুর (০০৮)।

ডিভিশন/ ইউনিট কোড: বারাসাত (৩২০১), বীরভূম (৩২০২), মধ্য কলকাতা (৩২০৩), পূর্ব কলবকাতা (৩২০৪), উত্তর কলকাতা (৩২০৫), দক্ষিণ কলকাতা (৩২০৬), নর্থ প্রেসিডেন্সি (৩২০৭), সাউথ প্রেসিডেন্সি (৩২০৮), মুর্শিদাবাদ (৩২০৯), নদিয়া উত্তর (৩২১০), আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (৩২১২), কোচবিহার (৩২১৩), দার্জিলিং (৩২১৪), জলপাইগুড়ি (৩২১৫), মালদা (৩২১৬), সিকিম (৩২১৭), দিনাজপুর (৩২১৮), আসানসোল (৩২১৯), বাঁকুড়া (৩২২০), বর্ধমান (৩২২১), কন্টাই (৩২২২), হুগলি উত্তর (৩২২৩), হুগলি দক্ষিণ (৩২২৪), হাওড়া (৩২২৫), মেদিনীপুর (৩২২৬), পুরুলিয়া (৩২২৭), তমলুক (৩২২৭), আরএমএস এয়ারপোর্ট সর্টিং ডিভিশন, কলকাতা (৩২২৯), আরএমএস এইচ ডিভিশন কলকাতা (৩২৩০), আরএমএস কলকাতা ডিভিশন (৩২৩১), আরএমএস এসজি ডিভিশন শিলিগুড়ি (৩২৩৪), কলকাতা জিপিও (৩২৩৫)।

পরীক্ষার সিলেবাস : https://jibikadishari.co.in/?p=7592

ডিভিশন অনুযায়ী শূন্যপদ: কলকাতা জিপিও: শূন্যপদ ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবি ১)। এইসবের মধ্যে ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। মধ্য কলকাতা: শূন্যপদ ১ (অসংরক্ষিত)। পূর্ব কলকাতা: শূন্যপদ ২ (অসংরক্ষিত ১, তপশিলি উপজাতি ১)। দক্ষিণ কলকাতা: শূন্যপদ ২৯ (অসংরক্ষিত ১৫, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ১, ওবি ৬)। এইসবের মধ্যে ৩টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। উত্তর কলকাতা: শূন্যপদ ১৪ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবি ৩)। এইসবের মধ্যে ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। বড়বাজার হেড অফিস: শূন্যপদ ১২ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ১, ওবি ২)। এইসবের মধ্যে ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। নর্থ প্রেসিডেন্সি: শূন্যপদ ৭ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবি ৪)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। সাউথ প্রেসিডেন্সি: শূন্যপদ ১ (অসংরক্ষিত)। নদিয়া উত্তর: শূন্যপদ ১ (অসংরক্ষিত)। মুর্শিদাবাদ: শূন্যপদ ২ (অসংরক্ষিত)। বীরভূম: শূন্যপদ ৬ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবি ১)। এইসবের মধ্যে ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। আলিপুর হেডঅফিস: শূন্যপদ ১ (অসংরক্ষিত)। আসানসোল: শূন্যপদ ৩ (অসংরক্ষিত ২, তপশিলি উপজাতি ১)। বাঁকুড়া: শূন্যপদ ১ (অসংরক্ষিত)। হাওড়া: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১)। মেদিনীপুর: শূন্যপদ ১১ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবি ২)। এইসবের মধ্যে ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। বর্ধমান: শূন্যপদ ১ (অসংরক্ষিত)। উত্তর হুগলি: শূন্যপদ ৩ (অসংরক্ষিত)। পুরুলিয়া: শূন্যপদ ১ (অসংরক্ষিত)। তমলুক: শূন্যপদ ৪ (অসংরক্ষিত)। জলপাইগুড়ি: শূন্যপদ ১(অসংরক্ষিত)। দার্জিলিং: শূন্যপদ ১(অসংরক্ষিত)। কোচবিহার: শূন্যপদ ১(অসংরক্ষিত)। আরএমএস এসজি: শূন্যপদ ৩ (অসংরক্ষিত ১, ওবি ২)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। পিএসডি, শিলিগুড়ি: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১)। কলকাতা আরএমএস: শূন্যপদ ৬ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১, ওবি ৪)। এইসবের মধ্যে ৩টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। কলকাতা এপি সর্টিং: শূন্যপদ ১৯ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩)। এইসবের মধ্যে ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। আরএমএ ডব্লুবি: শূনপদ ১৭ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৫)। এইসবের মধ্যে ২টি শারীরিক প্রতিবন্ধী ও ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। আরএমএস এইচ: শূন্যপদ ৯ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ২, ওবি ১)। এইসবের মধ্যে ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। আরএমএস এসবি: শূন্যপদ ১১ (অসংরক্ষিত ৬, তপশিলি জাতি ২, ওবি ৩)। এইসবের মধ্যে ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ফরেন পোস্ট: শূন্যপদ ১৩ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২, ওবি ৩)। এইসবের মধ্যে ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। এমএমএস কলকাতা: শূন্যপদ ১৬ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবি ৪)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ: শূন্যপদ ২ (অসংরক্ষিত)। পিএসডি কলকাতা: শূন্যপদ ২৭ (অসংরক্ষিত ১৫, তপশিলি জাতি ৫, তপসিলি উপজাতি ১, ওবি ৬)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধী ও ৩টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। সিএসডি কলকাতা: শূন্যপদ ১ (অসংরক্ষিত)।