ডিআরডিওয় ১৫০ অ্যাপ্রেন্টিস ট্রেনি

657
0
Apprentice Recruitment

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে গ্র্যাজুয়েট/ডিপ্লোমা/আইটিআই অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: GTRE/HRD/026&027, Date: 3rd September 2018.

) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনিদের শূন্যপদ, যোগ্যতা ও বয়সসীমা: ক্রমিক সংখ্যা ১: মেকানিক্যাল/ প্রোডাকশন/ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ৪০। ক্রমিক সংখ্যা ২: অ্যারোনটিক্যাল/ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং: ২০। ক্রমিক সংখ্যা ৩: ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ টেলিকম ইঞ্জিনিয়ারিং: ১২। ক্রমিক সংখ্যা ৪: কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং: ১৪। ক্রমিক সংখ্যা ৫: মেটালার্জি/ মেটিরিয়াল সায়েন্স: ৩। ক্রমিক সংখ্যা ৬: সিভিল: ১।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশন থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিগ্রি (বিই/ বিটেক বা সমতুল)।

বয়সসীমা: ১৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

) ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনিদের শূন্যপদ, যোগ্যতা ও বয়সসীমা: ক্রমিক সংখ্যা ১: মেকানিক্যাল/ প্রোডাকশন/ টুল অ্যান্ড ডাই ডিজাইন: ২০। ক্রমিক সংখ্যা ২: ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টশন: ৫। ক্রমিক সংখ্যা ৩: কম্পিউটার সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং: ৫।

যোগ্যতা: স্টেট কাউন্সিল বা রাজ্য সরকারের বোর্ড অব টেকনিক্যাল এডুকেশন বা রাজ্য/ কেন্দ্র সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিপ্লোমা।

বয়সসীমা: ১৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

) আইটিআই অ্যাপ্রেন্টিস ট্রেনির শূন্যপদ, যোগ্যতা ও বয়সসীমা: ক্রমিক সংখ্যা ১: মেশিনিস্ট: ৪। ক্রমিক সংখ্যা ২: ফিটার: ৪। ক্রমিক সংখ্যা ৩: টার্নার: ৪। ক্রমিক সংখ্যা ৪: ইলেক্ট্রিশিয়ান: ২। ক্রমিক সংখ্যা ৫: ওয়েল্ডার: ২। ক্রমিক সংখ্যা ৬: শিট মেটাল ওয়ার্কার: ২। ক্রমিক সংখ্যা ৭: কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ১০। ক্রমিক সংখ্যা ৮: মেকানিক মোটর ভিকল/ ডিজেল মেকানিক: ২।

যোগ্যতা: ভোকেশনাল কোর্সের সার্টিফিকেট।

বয়সসীমা: ১৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

স্টাইপেন্ড: বিই/ বিটেক/ সমতুলের ক্ষেত্রে প্রতি মাসে ৪৯৮৪ টাকা, ডিপ্লোমাধারীদের ৩৫৪২ টাকা এবং আইটিআইদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি মেধাতালিকা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের লেখা পরীক্ষা/ ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

আবেদনের পদ্ধতি: https://rac.gov.in/cgibin/2018/advt_gtre_apprentice/ লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত।

বিই/ বিটেক/ ডিপ্লোমাধারী প্রার্থীদের www.mhrdnats.gov.in এবং আইটিআই প্রার্থীদের http://ncvtmis.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য  জানা যাবে www.drdo.gov.in ওয়েবসাইট থেকে। বিই/ বিটেক/ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনিদের ক্ষেত্রে ২০১৬ সালের আগে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন না।