ডিএলএড কোর্সে অনলাইন ভর্তির তারিখ আরও বাড়ানো হল

474
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রাজ্যে ২ বছরের ডিএলএড কোর্সে ২০১৮-২০২০ সেশনে (রেগুলার/ফেস-টু-ফেস) অনলাইন ভর্তির শেষ তারিখ আবার বাড়ানো হল। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন এক বিজ্ঞপ্তিতে (মেমো নং ১১২৩/বিপিই/২০১৮, তাং ০৬/০৭/২০১৮) জানানো হয়েছে, আবেদন করা যাবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। এর আগে শেষ তারিখ ২৬ জুন থেকে বাড়িয়ে ৮ জুলাই করা হয়েছিল। দরখাস্তের স্ক্রুটিনি শুরু হয়েছে ২৭ জুন থেকে, চলবে ১৭ জুলাই পর্যন্ত।

এখনও যাঁরা আবেদন করেননি, আবেদন করার জন্য বিস্তারিত তথ্য পাবেন আমাদের পোর্টালের ১৪ জুনের খবরে (https://jibikadishari.co.in/?p=5705)।

পর্ষদের তারিখ বাড়ানোর বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.wbbpe.org/WBBPE_NOTICE/Notice_08072018.pdf