ডিএলএড পার্ট টু ফলাফল প্রকাশিত

1095
0
Primary Tet

প্রকাশিত হল ডিএলএড (D.El.Ed) ২০১৮-২০২০ শিক্ষাবর্ষের (রেগুলার ফেস-টু-ফেস) পার্ট-টু পরীক্ষার ফল। ফলাফল নিচের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা নিচের লিঙ্কে রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর দিয়ে ফলাফল চেক করে নিতে পারবেন।

যে সমস্ত টেট-২০১৪ (Tet 2014) সফল প্রার্থী ডিএলএড ২০১৮-২০২০-তেও উত্তীর্ণ হলেন, প্রাসঙ্গিক ডকুমেন্ট সমূহের ভেরিফিকেশনও হয়ে গেছে, তাঁরা নিজ-নিজ ট্রেনিং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের রেজিস্টার্ড ইমেল আইডি মারফত প্রধানের মাধ্যমে ফরোয়ার্ড করিয়ে আবেদন করলে জরুরি ভিত্তিতে তিন দিনের মধ্যেই মার্কশীট পাঠিয়ে দেওয়া হবে এই ইমেল আইডি থেকে: secretarywbbpe.ptti@gmail.com. সেই আবেদনের সঙ্গে দিতে হবে (১) ২০১৬-র নিয়োগ বিজ্ঞপ্তির উত্তরে আবেদনপত্রের কপি ও (২) ডিএলএড ২০১৮-২০ পার্ট-টু-র অ্যাডমিট কার্ডের কপি। কপি মানে স্ক্যান করা কপি। আবেদনের খুঁটিনাটি ইনস্টিটিউটেই জানা যাবে।

বাকি প্রার্থীদের কোন ইনস্টিটিউটকে কবে মার্কশিট দেওয়া হবে সেবিষয়েও পর্ষদ শীঘ্র জানাবে বলা হয়েছে।

ফলাফল জানা যাবেhttp://wbbprimaryeducation.org/ এবং http://www.wbbpe.org ওয়েবলিঙ্কে।

পর্ষদের এই বিজ্ঞপ্তি (No.124/BPE/D.El.Ed./2020Date: 27/11/2020) দেখা যাবে এই লিঙ্কে: http://www.wbbpe.org/WBBPE_NOTICE/Notice27112020.pdf

 

Primary Tet, TET Exam