ডিএলএড রেগুলার পার্ট-টু ফল বেরোল

618
0
NET, Net, Net Online Application

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পরিচালিত ২০১৭-২০১৯ শিক্ষাবর্ষের ডিএলএড পার্ট-টু (রেগুলার/ফেস-টু-ফেস মোড) পরীক্ষার ফল বেরিয়ে গেছে। পরীক্ষা হয়েছিল গত নভেম্বরে। নিজের রেজিস্ট্রেশন নম্বর,  রোল ও নম্বর দিয়ে সাবমিট করলেই জানতে পারবেন নিজের পরীক্ষার ফল। এই লিঙ্কে: http://wbbprimaryeducation.org/view/result.aspx

ইনস্টিটিউটগুলির প্রধানদের বলা হচ্ছে আগামী ১৫-২৪ জানুয়ারি বিধাননগরের আচার্য সদনে পর্ষদের কেন্দ্রীয় অফিস থেকে মার্কশিট সংগ্রহ করতে।

পর্ষদের ফলাফল ঘোষণার এই বিজ্ঞপ্তি (No. 431/BPE/D.El.Ed/2019, Date: 31.12.2019) দেখা যাবে এই লিঙ্ক। http://www.wbbpe.org/WBBPE_NOTICE/notice31122019.pdf