দক্ষিণ দিনাজপুর আদালতে স্টেনোগ্রাফার নিয়োগ পরীক্ষার পার্সোন্যালিটি টেস্ট

779
0
Bankura Court Picture

দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে ইংরেজি স্টেনোগ্রাফার গ্রেড-থ্রি পদে নিয়োগের জন্য (Employment Notice No: 01/DRC-G, Dated 25.01.2018) যে লিখিত পরীক্ষা গত ২৫ মার্চ হয়েছিল তার ফলাফলের ভিত্তিতে সফল প্রার্থীদের পার্সোন্যালিটি টেস্ট (ইন্টারভিউ ও কম্পিউটার টেস্ট) হবে আগামী ১১ জানুয়ারি। এজন্য উপ্সথিত হতে হবে ওইদিন বেলা সওয়া দশটার মধ্যে বালুরঘাটে কোর্টে।

সফল প্রার্থীদের তালিকা ও অন্যান্য জরুরি নির্দেশ সহ এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/1864