দক্ষিণ দিনাজপুরে স্বাস্থ্য-পরিবারকল্যাণে নানা পদে নিয়োগের ডকুমেন্ট ভেরিফিকেশন

792
0

দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে বিভিন্ন পদে নিয়োগের জন্য Memo No. DHFWS/62 Dt. 14.01.2020 অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশন হবে Lab. Technician under NUHM, Laboratory Technician/NPPCF, Laboratory Technician ICTC, FLQM, Male Counsellor, Nutritionist/NRC পদের জন্য আগামী ১৩ মার্চ বেলা ১০টা থেকে এবং Yoga Assistant under AYUSH, Yoga Instructor under AYUSH, Kala-azar Technical Supervisor under NVBDCP, Staff Nurse under NUHM পদের জন্য ২১ মার্চ বেলা ১০টা থেকে। কাদের কোথায় হবে তা জানতে পারবেন বিভাগের বিজ্ঞপ্তিতে, এই লিঙ্কে: https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/622.pdf