দক্ষিণ দিনাজপুরে ৪৩ আশাকর্মী

1099
0
south-dinajpur-picture

দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুর মহকুমার ৪টি ব্লকে মোট ৪৩টি মৌজায়/গ্রামে প্রতিক্ষেত্রে ১ জন করে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  বিজ্ঞপ্তি নম্বর: 5595/ASHA/SDO(G)/2017. এর আগের 4880 A/ SDo Gmp (তারিখ 7/9/2o17) নম্বরের বিজ্ঞপ্তিটি অনিবার্য কারণে বাতিল করা হয়েছে।

শূন্যপদ : হরিরামপুর ব্লকের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতে ৬টি, গোকর্ণ গ্রাম পঞ্চায়েতে ২টি, সিরসি গ্রাম পঞ্চায়েতে ৩টি, পুন্ডরী গ্রাম পঞ্চায়েতে ১টি, বাইরহাট্টা গ্রাম পঞ্চায়েতে ৪টি, সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতে ২টি।

কুশমান্ডি ব্লকের ১ নম্বর আকছা ২টি, উদয়পুর ২টি, আমিনপুর ১টি, বংশীহারী ব্লকে গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতে ২টি, ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতে ১টি, ইলাহাবাদ গ্রাম পঞ্চায়েতে ১টি।

গঙ্গারামপুর ব্লকে শুকদেবপুর গ্রাম পঞ্চায়েতে ৩টি, বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতে ৩টি, নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে  ২টি, দমদমা গ্রাম পঞ্চায়েতে ১টি, চালুন গ্রাম পঞ্চায়েতে ২টি, উদয় গ্রাম পঞ্চায়েতে ১টি, অশোকগ্রাম ৩টি পদ রয়েছে।

সংরক্ষিত/অসংরক্ষিত: কোন মৌজায় কোন ক্যাটেগরির জন্য শূন্যপদ বরাদ্দ তা জানা যাবে নিচের ওয়েবসাইটে ও সংশ্লিষ্ট অফিসের নোটিসবোর্ডে।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। বিবাহিতা বা আইনগতভাবে বিবাহবিচ্ছিন্না বা বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট মৌজার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীদের মাধ্যমিক বা সমতুল যোগ্যতা লাগবে (মাধ্যমিক অবতীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন), কেবল মাধ্যমিকের নম্বরই বিবেচিত হবে। গ্রেড -১ বা গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই, লিঙ্ক ওয়ারকারগণ উপযুক্ত প্রমাণ দাখিল করলে অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৭ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছর। সংরক্ষিত শ্রেণিদের জন্য বয়সের নিম্নসীমা ২২ বছর।

আবেদন পদ্ধতি: আগামী ৩ জানুয়ারি, ২০১৮ বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে নির্ধারিত বয়ানে। নিচের ওয়েবসাইট থেকে বয়ান পাবেন। সেটি এ-৪ সাইজের পেপারে প্রিন্ট-আউট নিয়ে আবেদন করতে হবে।  আবেদন পত্রের সঙ্গে  সরকারি আধিকারিকদের দিয়ে অ্যাটেস্টেড করানো জন্ম-তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা  সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ডের কপি,  রেসিডেন্সিয়াল প্রুফ, মাধ্যমিকের মার্কশিট, এসসি / এসটি সার্টিফিকেট— এসবের কপি (প্রযোজ্য ক্ষেত্রে), নিজের স্বাক্ষর করা দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হলে তার অভিজ্ঞতার কাগজও দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: আবেদন সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা নেওয়া হবে।

বিজ্ঞপ্তির ওয়েবসাইট: http://www.ddinajpur.nic.in/Notice/empnotice.html