দক্ষিণ-পূর্ব রেলে ১৭৮৫ অ্যাপ্রেন্টিস

883
0
RRB Technician Recruitment 2024

দক্ষিণ-পূর্ব রেলে ১৭৮৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। নোটিস নম্বর: SER/P-HQ/PERS/Act Apprentices/2019-20.

যে সমস্ত ট্রেডে নিয়োগ হবে সেগুলি হল– ফিটার, টার্নার, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার (জিঅ্যান্ডই), মেকানিক (ডিজেল), মেশিনিস্ট, পেইন্টার (জি), রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, ইলেক্ট্রনিক্স অ্যান্ড মেকানিক, কেবল জয়েন্টার/ ক্রেন অপারেটর, কার্পেন্টার, পেইন্টার, ওয়্যারম্যান, ওয়াইন্ডার (আর্মেচার), লাইনম্যান, মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স, ফোর্জার অ্যান্ড হিট ট্রিটার।

যে সমস্ত ওয়ার্কশপে নিয়োগ হবে সেগুলি হল– খড়গপুর ওয়ার্কশপ, সিগন্যাল অ্যান্ড টেলিকম ওয়ার্কশপ/ খড়গপুর, ট্র্যাক মেশিন ওয়ার্কশপ/ খড়গপুর, এসএসই (ওয়ার্কস)/ ইঞ্জিনিয়ার/ খড়গপুর, ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো/ খড়গপুর, ডিজেল লোকো শেড/ খড়গপুর, সিনিয়র ডিইই (জি)/ খড়গপুর, টিআরডি ডিপো/ ইলেক্ট্রিক্যাল/ খড়গপুর, ইএমইউ শেড/ ইলেক্ট্রিক্যাল/ টিপিকেআর, ইলেক্ট্রিক লোকো শেড/ সাঁতরাগাছি, সিনিয়র ডিইই (জি)/ চক্রধরপুর, ইলেক্ট্রিক ট্র্যাকশন ডিপো/ চক্রধরপুর, ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো/ চক্রধরপুর, ইলেক্ট্রিক লোকো শেড/ টাটা, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ/ এসআইএনআই, ট্র্যাক মেশিন ওয়ার্কশপ/ এসআইএনআই, এসএসই (ওয়ার্কস)/ ইঞ্জিনিয়ারিং/ চক্রধরপুর, ইলেক্ট্রিক লোকো শেড/ বোন্দামুন্ডা ডিজেল লোকো শেড/ বোন্দামুন্ডা, সিনিয়র ডিইই (জি)/ আদ্রা, ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো/ আদ্রা, ডিজেল লোকো শেড/ বিকেএসসি, টিআরডি ডিপো/ ইলেক্ট্রিক্যাল / আদ্রা, ইলেক্ট্রিক লোকো শেড/ বিকেএসসি, ফ্ল্যাশ বাট ওয়েল্ডিং প্ল্যান্ট/ ঝাড়সুগুড়া, এসএসই (ওয়ার্ক)/ ইঞ্জিনিয়ারিং/ আদ্রা, ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো/ রাঁচি, সিনিয়র ডিইই (জি)/ রাঁচি, টিআরডি (ডিপো)/ ইলেক্ট্রিক্যাল/ রাঁচি, এসএসই (ওয়ার্ক) ইঞ্জিনিয়ার/ রাঁচি।

ওয়ার্কশপ অনুযায়ী শূন্যপদের বিন্যাস বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ম্যাট্রিকুলেশন বা সমতুল সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট।

আবেদনের ফি: ১০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ ই-ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.rrcser.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে, অনলাইন আবেদনের সময় নির্দিষ্ট স্থানে তা আপলোড করতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৩ ফেরব্রুারি বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইটে জানা যাবে।

দক্ষিণ-পূর্ব রেলে ১৭৮৫ অ্যাপ্রেন্টিস শূন্যপদের বিন্যাস