দক্ষিণ রেলে আরও ২৬৫২ অ্যাপ্রেন্টিস

851
0
Railway Apprentice 2024

সার্দার্ন রেলের সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ওয়ার্কশপ পোডানুরে ২৬৫২ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর SGW/P.98/Vol.XX/Act Apprentices.

শূন্যপদ: ১) ফ্রেশার: মোট শূন্যপদ ৪৩ (ফিটার ২৭, এমএলটি রেডিওলজি ৮, এমএলটি প্যাথোলজি ৮)।

২) প্রাক্তন আইটিআই: এ) সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ওয়ার্কশপ/ পোডানুর: মোট শূন্যপদ ৫২ (ফিটার ২৩, টার্নার ৬, মেশিনিস্ট ৬, ওয়েল্ডার ১০, ইলেক্ট্রিশিয়ান ৪, ইলেক্ট্রনিক্স মেকানিক ৩)।

বি) ত্রিবান্দ্রাম ডিভিশন: ইঞ্জিনিয়ারিং ট্রেডে শূন্যপদ ২২৬ (ড্রাফটসম্যান সিভিল ৫০, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক ৯৪, পেইন্টার ৪১, প্লাম্বার ৪১þ)। ইলেক্ট্রিক্যাল/ জিএস শূন্যপদ ১৬৬ (ইলেক্ট্রিশিয়ান)। ইলেক্ট্রিক্যাল/টিআরডি শূন্যপদ ৫৬ (ইলেক্ট্রিশিয়ান)। মেকানিক্যাল শূন্যপদ ৩০৪ (ফিটার ১১০, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক ৭৪, কার্পেন্টার ৫৫, ইলেক্ট্রিশিয়ান ৬৫)। মেকানিক্যাল ডিজেল/ ইআরএসশূন্যপদ ১৬৮ (ডিজেল মেকানিক ৬৮, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক ২২, ফিটার ৪৬, ফিটার ৩২)। সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনে শূন্যপদ ৫৩ (ইলেক্ট্রনিক্স মেকানিক)।

সি) পালঘাট ডিভিশন: মেকানিক্যাল শূন্যপদ ১০৭ (ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক ৩৫, কার্পেন্টার ৩০, ফিটার ৪২)। ইঞ্জিনিয়ারিংয়ে শূন্যপদ ১৩০ (ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক ৪৯, ফিটার ৩৯, প্লাম্বার ৪২)। ইলেক্ট্রিক্যাল/জিএসে শূন্যপদ ৮৯ (ফিটার ৩৯, ইলেক্ট্রিশিয়ান ৩৮, রেফ্রিজেরেশন অ্যান্ড এসি মেকানিক: ১২)। ইলেক্ট্রিক্যাল/টিআরডি শূন্যপদ ১১১ (ইলেক্ট্রিশিয়ান)। এমইএমইউ শেড শূন্যপদ ১০২ (ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক ১৭, প্লাম্বার ২৫, কার্পেন্টার ১২, ইলেক্ট্রিশিয়ান ২৪, ফিটার ২৪)। সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনে শূন্যপদ ১২৭ (ফিটার ৩২, ইলেক্ট্রিশিয়ান ২৪, ইলেক্ট্রনিক্স ইনফরমেশন টেকনোলজি ২৯, ইলেক্ট্রনিক্স মেকানিক ২২, ইনস্ট্রুমেন্ট মেকানিক ২০)।

ডি) সালেম ডিভিশন: মেকানিক্যাল ডিপার্টমেন্ট, ডিজেল লোকো শেড (মেকানিক্যাল) অ্যান্ড ক্যারেজ ওয়াগন ডিপো/ ইরোড আন্ডার সালেম ডিভিশন: শূন্যপদ ৩৭৬ (ফিটার ১৪৮, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক ৮৫, পেইন্টার ২৩, কার্পেন্টার ৫৭, মেশিনিস্ট ২৭, ডিজেল মেকানিক ৩৬)।

ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইলেক্ট্রিক লোকো শেড অ্যান্ড ডিজেল লোকো শেড/ ইরোড আন্ডার সালেম ডিভিশন: শূন্যপদ ৫৪২ (ফিটার ৯৮, ইলেক্ট্রিশিয়ান ২০০, ইলেক্ট্রনিক্স মেকানিক ৩৪, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক ৭০, টার্নার ২৪, মেশিনিস্ট ২৪, অ্যাডভান্স ওয়েল্ডার ২৪, ওয়্যারম্যান ৬৮)।

যোগ্যতা: ১) ফ্রেশারদের জন্য: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ১০+২ সিস্টেমে দশম শ্রেণি পাশ বা সমতুল। ২) আইটিআইদের জন্য: ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম/ সমতুল কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স। ৩) এমএলটিদের জন্য: ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি সহ+২ পাশ হতে হবে। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করার বাধ্যবাধকতা নেই, সাধারণভাবে পাশ হলেই আবেদন করতে পারবেন। উচ্চতর যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

বয়সসীমা: ১৪ ডিসেম্বর ২০১৮ তারিখের হিসেবে ফ্রেশারদের বয়স হতে হবে ১৫-২২ বছরের মধ্যে আর প্রাক্তন আইটিআই/এমএলটিদের বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের প্রসেসিং ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ফ্রেশার: ওয়েল্ডার, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান (রেডিওলজি, প্যাথোলজি, কার্ডিওলজি) ট্রেডের ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর ৩ মাস। ফিটার, কার্পেন্টার, ইলেক্ট্রিশিয়ান, পেইন্টার ট্রেডের ক্ষেত্রে দু বছর।

প্রাক্তন আইটিআই: সব ট্রেডের ক্ষেত্রেই ট্রেনিংয়ের সময়সীমা এক বছর। সবক্ষেত্রেই ট্রেনিং চলাকালীন নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: www.rrcmas.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৩ জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত।