দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর দিনাজপুরের ২ স্কুলে চাকরি

832
0
Teacher Recruitment

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি

মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে কম্বিনেশনে বাংলা সহ বিএ পাস ওবিসি বি মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত জেরক্স সহ ১২ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Administrator, Moyna Vivekananda Kenya Vidyapith, Vill+PO Paramanandapur, PS Moyna, Dist Purba Medinipur, Pin 721644.

 

৩০ জুন ২০২০ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস বিএড অসংরক্ষিত সহ শিক্ষক/ শিক্ষিকা চাই। যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত জেরক্স সহ ১২ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, দক্ষিণ চন্দরপিড়ি জুনিয়র হাইস্কুল, পোঃ চন্দরপিড়ি, থানা নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, পিন ৭৪৩৩৫৭।

 

উত্তর দিনাজপুরের স্কুলে চাকরি

৩০ জুন ২০২০ পর্যন্ত ডেপুটেশন লিভ ভ্যাকান্সিতে কম্পিউটার সায়েন্স/ ওয়ার্ক এডুকেশনে বিএসসি পাস তপশিলি জাতি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। বিএড থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৭ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Chopra High School, Chopra, Uttar Dinajpur.