দক্ষিণ ২৪ পরগনা ও কোচবিহারের ২ স্কুলে চাকরি

689
0
Teacher Recruitment

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইতিহাস সহ বিএ পাস বিএড অসংরক্ষিত দৃষ্টি-প্রতিবন্ধী অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৭ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President, Nayabad High School (HS), PO Nayabad, PS Sonarpur, Dist South 24 Pgs, Pin 700150. মোবাইল নম্বর: ৮২৭৬৯৫৩১১১/ ৯৮৩০৯৬৬৪৯৩।

কোচবিহারের স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে জিওগ্রাফি সহ বিএ পাস অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। বিএড থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৭ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President, Dewanganj High School (HS), PO Dewanganj, Dist Coochbehar, Pin 735122.