দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি ও মালদার ৩ স্কুলে চাকরি

930
0
Teacher Recruitment

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি

৩০ জুন ২০২০ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে অ্যারাবিকে পাস গ্র্যাজুয়েট বিএড অসংরক্ষিত সহশিক্ষক/ শিক্ষিকা চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৯ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সেক্রেটারি, বাঘমারি ইসলামিয়া হাই মাদ্রাসা (উঃমাঃ), গ্রাম বাঘমারী, পোস্ট দেওয়ানচক, থানা বকুলতলা, জেলা দক্ষিণ ২৪ পরগনা, পিন ৭৪৩৩৩৭।

 

জলপাইগুড়ির স্কুলে চাকরি

২২ জুলাই ২০২০ পর্যন্ত লিয়েন লিভ ভ্যাকান্সিতে বিএসসি বায়ো (পাস) ওবিসি বি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারিভউয়ের মাধ্যমে। বিএড থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও দুসেট জেরক্স সহ ২৬ আগস্ট ২০১৯ তারিখ সকাল ১১টায় সরাসরি উপস্থিত হতে হবে। ঠিকানা: Bahadur Munna’s Happy Home High School, PO Panga Sahebbari, Dist Jalpaiguri, Pin 735121.

 

মালদার স্কুলে চাকরি

১৬ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে জিওগ্রাফি সহ বিএ পাস বিএড অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৬ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President, Gazole SP Vidyamandir, PO Gazole, Dt Malda, Pin 732124.