দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও কোচবিহারের ৩ স্কুলে চাকরি

730
0
Jela School Recruit

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি

ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইতিহাস সহ বিএ পাস বিএড অসংরক্ষিত শিক্ষক/ শিক্ষিকা চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৪ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, গাববেড়িয়া ছাত্রবন্ধু বিদ্যাপীঠ (উঃমাঃ), পোঃ দোসতিনা, থানা বিষ্ণুপুর, দক্ষিণ ২৪ পরগনা, পিন ৭৪৩৫০৩।

 

পূর্ব মেদিনীপুরের স্কুলে চাকরি

৩০ জুন ২০২০ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে বিএ/ বিএসসি (ওয়ার্ক এডুকেশন) পাস বিএড তপশিলি উপজাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৪ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Administrator, Kayemgeria D M High School (HS), PO Kayemgeria, PS Bhupatinagar, Dist Purba Medinipur, Pin 721444.

 

কোচবিহারের স্কুলে চাকরি

১৭ ডিসেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত লিভ ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইতিহাস সহ বিএ পাস বিএড অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৩ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Headmaster, Gouranga Bazar High School, PO Haribhanga, Dist Cooch Behar.