দক্ষিণ ২৪ পরগনার ১ স্কুলে ও হাওড়ার ১ কলেজে চাকরি

740
0
Teacher Recruitment

দক্ষিণ ২৪ পরগনা স্কুলে চাকরি

ডেপুটেশন ভ্যাকান্সিতে জীবন বিজ্ঞান (পাস) ও সংস্কৃত (পাস)বিষয়ে শিক্ষক/ শিক্ষিকা (সাধারণ) নেওয়া হবে। বিএড অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৩ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: বাগবাগান উত্তরডাঙ্গা বিএম হাই স্কুল, পোঃ উত্তরডাঙ্গা, থানা গোসাবা, দক্ষিণ ২৪ পরগনা। ফোন নম্বর: ৯৮০০৪৮১৯৭৯।

বাগনান কলেজে গেস্ট লেকচারার

স্নাতকস্তরে বাণিজ্য বিভাগে পড়ানোর জন্য ইউজিসি স্বীকৃত যোগ্যতাসম্পন্ন (সম্পূর্ণ অস্থায়ী) বাণিজ্যে দুজন এবং অর্থনীতিতে ১ জন অতিথি অধ্যাপক নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও দুসেট জেরক্স সহ ৩০ নভেম্বর ২০১৮ সকাল ১০টায় সরাসরি উপস্থিত হতে হবে। ঠিকানা: বাগনান কলেজ, বাগনান, হাওড়া।