দার্জিলিংয়ে ডেটা এন্ট্রি অপারেটর

583
0
data entry operator recruitment

দার্জিলিং জেলায় দার্জিলিং, মিরিক ও কার্শিয়াং মহকুমার জন্য ১ জন করে ডেটা এন্ট্রি অপারেটর চুক্তির ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা: ১ আগস্ট, ২০১৯ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

বেতন: মাসিক ভাতা ১১ হাজার টাকা।

আবেদন: আগামী ২৩ আগস্টের মধ্যে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে। ওয়েবসাইট থেকে আবেদনপত্রের নমুনার প্রিন্ট-আউট নিয়ে এবং তা যথাযথ ভাবে পূরণ করে, সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের কপি দিয়ে সংশ্লিষ্ট এসডিও অফিসে আবেদন পাঠাতে হবে।

আবেদনের ফর্ম ডাউনলোডের লিঙ্ক: http://darjeeling.gov.in/recruitment/2019/ApplicationFormat_deo_bcw.pdf

 

 

Darjeeling Govt Job, Govt Job in West Bengal