দার্জিলিংয়ের স্কুলে চাকরি

501
0
Darjeeling school picture

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে।

১) বিএসসি (পাশ) ম্যাথমেটিক্স, বিএড, ওবিসি বি।

২) বিএসসি (পাশ) বায়ো, বিএড, অসংরক্ষিত।

৩) বিএ (পাশ) ইংরেজি, বিএড, তপশিলি জাতি।

৪) বিএ (পাশ) ইংরেজি, বিএড, ওবিসি এ।

যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট জেরক্স সহ ২২ জুলাই ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

ঠিকানা: The Secretary, Hatighisa High School, PO Hatighisa, Dist Darjeeling, Pin-734429.