দিল্লি জুডিশিয়াল সার্ভিসে শূন্যপদ ১৪৭

882
0
Nadia, Nadia Recruit, Nadia Jobs, WB Jobs

দিল্লি জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ২০১৮-র অনলাইন আবেদন শুরু হয়েছে। চলবে ২২ ডিসেম্বর ২০১৮ তারিখ রাত ১১টা পর্যন্ত। পরীক্ষা হবে ১০ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ।

শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ১৪৭ (অসংরক্ষিত ১১২, তপশিলি জাতি ২৬, তপশিলি উপজাতি ৯)। এইসবের মধ্যে ৬টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

মূল বেতনক্রম: ৫৬১০০-১৭৭৫০০ টাকা।

পরীক্ষার ধরন: লেখা পরীক্ষা হবে দুটি ধাপে— প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষা হবার সম্ভাব্য তারিখ আগামী ১৩ জানুয়ারি। তাতে অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে, প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫% হারে নেগেটিভ মার্কিং। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হলে মেইন পরীক্ষা দিতে পারবেন। মেইন পরীক্ষা থেকে সফল হওয়া প্রার্থীদের ভাইভা ভোসি হবে।

যোগ্যতা: অ্যাডভোকেট হিসেবে প্র্যাক্টিস করছেন এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়সসীমা ৩২ বছরের বেশি নয়। তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পরীক্ষার ফি: ১০০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা। ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে, ২২ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত।

আবেদনের পদ্ধতি: www.delhihighcourt.nic.in ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে, ২২ ডিসেম্বর ২০১৮ তারিখ রাত ১১টা পর্যন্ত।

http://delhihighcourt.nic.in/writereaddata/Upload/PublicNotices/PublicNotice_E97FAXL82DC.PDF লিঙ্কে সরাসরি গিয়েও আবেদন করা যাবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।