দিল্লি পাবলিক লাইব্রেরিতে ২৫ এমটিএস

807
0
Current affairs 3rd August

কেন্দ্রীয় সরকারের দিল্লি পাবলিক লাইব্রেরিতে ২৫ জন মাল্টি টাস্কিং স্টাফ (লাইব্রেরি) নিয়োগ করা হবে।

শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ২৫ (অসংরক্ষিত ১৪, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, প্রাক্তন সেনাকর্মী ৩, শারীরিক প্রতিবন্ধী ১)।

বেতনক্রম: মূল বেতন ১৮০০০-৫৬৯০০ টাকা।

যোগ্যতা: ১) কোনো স্বীকৃত বোর্ড/ ইনস্টিটিউট থেকে ১০+২ বা সমতুল পাশ। সঙ্গে ২) লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট/ ডিপ্লোমা।

বয়সসীমা: ১৭-২-২০১৯ তারিখে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য নিয়মানুযায়ী বয়সের ছাড় আছে।

আবেদনের ফি: ৩০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতিদের ক্ষেত্রে ১৫০ টাকা। পোস্টাল অর্ডার/ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে। পোস্টাল অর্ডার/ ডিমান্ড ড্রাফট কাটতে হবে ‘Secretary, Delhi Library Board’-এর অনুকূলে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। বয়ান পাবেন www.dpl.gov.in ওয়েবসাইট থেকে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে ‘Dy. Director (Administration), Delhi Public Library, Shyama Prasad Mukherjee Marg, Delhi-110006’ ঠিকানায়। পৌঁছতে হবে ১৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখের মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।